ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাংলাদেশ কোস্টগার্ডে নিয়োগ পাবে ১৫ জন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৩১ পিএম, ২৭ মে ২০১৭ শনিবার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আট  পদে মোট ১৫ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী জেলা কোটা অনুসরণ করা হবে।

পদসমূহ

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে দুজন, ড্রাফটসম্যান একজন, ইউডিএ বা উচ্চমান সহকারী একজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন, অটোমেকানিক পদে পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, স্টোরকিপার একজন এবং অফিস সহায়ক পদে একজনসহ মোট ১৫ প্রার্থী এই নিয়োগ পাবেন।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় পাস থেকে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কয়েকটি পদের জন্য পদসংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনা সম্পর্কিত পদগুলোর ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত গতিতে টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

বয়স

গত ১ মে, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

সরকার নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদনের ফরমটি পাওয়া যাবে কোস্টগার্ড বাহিনীর ওয়েবসাইটে (www.coastguard.gov.bd)। প্রার্থীরা ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন করার ঠিকানা ‘মহাপরিচালক, সদর দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭’। আবেদন করা যাবে ৯ জুলাই, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন...