পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সাভারের ২ বাড়ি ঘেরাও
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৭ মে ২০১৭ শনিবার
একটি ‘জঙ্গি আস্তানা’ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সাভারের নামাগেন্ডা এলাকার দু’টি বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছালে অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে। আস্তানা দু’টির আধা কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার রাত থেকে সাভারের নামাগেন্ডায় পাশাপাশি দুটি বাড়িকে জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। রাতে ঝড়-বৃষ্টির কারণে জঙ্গি আস্তানায় অভিযান বন্ধ রাখা হয়। সকালে ঘটনাস্থলে যান পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যরা। এর আগে, ওই এলাকার একটি বহুতল ভবনের নিচ তলায় অভিযান চালিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। আগেই অভিযানের খবর পেয়ে তারা পালিয়েছে বলে ধারণা পুলিশের। এছাড়া, অন্য একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে সেখান থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ এবং বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।