মোটরসাইকেলে মেয়ের বাড়ি যাওয়া হলো না দম্পতির
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
নওগাঁর মান্দা উপজেলার নীলকুঠি-জোতবাজার সড়কের চৌকিদারের মোড় নামক স্থানে আজ রোববার সকালে ট্রাক্টরের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক তোফাজ্জল হোসেন (৪৮)।
নিহত আঞ্জুয়ারা বেগম উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল ১০টার দিকে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী মেয়ের বাড়ি উপজেলার এলেঙ্গা গ্রামে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আঞ্জুয়ারা।
এই ঘটনায় মামলা না করায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করে নেয়া হয়েছে বলেও জানান পরিদর্শক শাহিনুর রহমান শাহিন।
এনএস/