ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বেশি করে মায়ের দুধ পান করানোর পরামর্শ শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৮:২০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার

childশিশুদের পুষ্টি নিশ্চিত করতে বেশি করে মায়ের দুধ পান করানোর পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সংলাপে তারা এ পরামর্শ দেন। বক্তারা আরো বলেন, গুঁড়াদুধ বা প্রক্রিয়াজাত যেকোনো শিশুখাদ্য শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিশুরা বুকের দুধ পান করলে বছরে দু’লাখ শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব। শিশুদের গুঁড়োদুধ খাওয়ানোর প্রবণতা কমাতে সিগারেটের মতো গুঁড়োদুধের বিজ্ঞাপনও বন্ধ করার দাবি জানান বক্তারা।