অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও, কাংখিত কর্মসংস্থান হচ্ছে না
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৭ মে ২০১৭ শনিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২৭ মে ২০১৭ শনিবার
দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও, কাংখিত কর্মসংস্থান হচ্ছে না বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন এ সংবাদ সম্মেলনে এ’কথা জানান সংস্থার গবেষকরা।
দেশের অর্থনীতি বিষয়ক পর্যালোচনায় গবেষকরা বলেন, অবৈধ উপায়ে বিদেশ থেকে দেশে অর্থ আসায় কমছে রেমিটেন্স। অন্যদিকে, ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের কারণে রাজস্ব আদায় কমে যাচ্ছে। প্রবৃদ্ধি নির্ভর উন্নয়ন অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখতে পারছে না বলেও জানান সিডিপির গবেষকরা।