`শুল্ক কর ২ লাখ টাকা হলেই অনলাইনে পরিশোধ করতে হবে`
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার | আপডেট: ১০:৪৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম
আমদানি-রপ্তানি শুল্ক কর ২ লাখ টাকা বা তার অধিক হলে অনলাইনে পরিশোধ (ই-পেমেন্ট) করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি শুল্ক কর ২ লাখ টাকা বা তার অধিক হলেই-পেমেন্টে অনলাইনে পরিশোধ করতে হবে। আগামী জুলাই থেকে সকল কাস্টমস হাউসে এটি কার্যকর করা হবে। তবে কমলাপুর আইসিডিতে (অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো) আগামী এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এর কার্যকারিতা শুরু হবে।’
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বাণিজ্য সহজীকরণে ডিজিটাল পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এর জন্য অথারাইজড ইকোনমিক অপারেটরের (এইও) সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশে তিনটি এইও কাজ করছে।
এসি