ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভারতে স্থায়ীভাবে বন্ধ হল চীনের জনপ্রিয় ৫৯টি অ্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার | আপডেট: ০৯:৪৭ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার

ভারত টিকটক, শেয়ার-ইট, ইউসি ব্রাউজারের মতো চীনের জনপ্রিয় ৫৯টি অ্যাপ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিকট ভারত সরকারের ব্যাখ্যা চেয়ে পাঠানো প্রশ্নের জুতসই জবাব না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক বিজ্ঞপ্তিতে চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি জানায় ভারতের ইলেকট্রনিকস এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়।

গত জুনে ওই মন্ত্রণালয়ের করা নোটিশের প্রেক্ষাপটে চীনের ওই অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয় ভারত সরকার। টিকটকসহ ওই প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়ে তাদের অবস্থান জানতে চায় ভারতীয় কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানগুলোর পাঠানো জবাবে সন্তুষ্ট হতে পারেনি তারা। 

সে কারণে এখন থেকে এই অ্যাপগুলো ভারতে স্থায়ীভাবে বন্ধ বলে ঘোষণা দেওয়া হয়। গত সপ্তাহেই এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারত সরকার।

উল্লেখ্য, গত জুনে এই অ্যাপগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। ওই সময় দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল, ওই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সে কারণেই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে। 

গত ১৫ জুন লাদাখে সীমান্ত–সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করে ভারত। তাদের অভিযোগ ছিল- এসব অ্যাপ তথ্য চুরি করে তা স্থানান্তর করছে।
এএইচ/এসএ/