ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৪ ১৪৩১

নতুন ধরনের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ১১:৫৯ এএম, ২৯ মে ২০১৭ সোমবার

ব্যালেস্টিক মিসাইল নয়, এবার নতুন ধরনের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ’ পরীক্ষা চালানো হয়। এ’সময় ওই অস্ত্র ব্যাপকভাবে তৈরি ও দেশব্যাপী মোতায়েনের নির্দেশ দেন তিনি। তবে, এটি ঠিক কি ধরণের বিমান বিধ্বংসী অস্ত্র তা জানা যায়নি। দেশের আকাশসীমা নিরাপদ রাখতে এই অস্ত্র মোতায়েন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিভাগ। এরআগে, গত সপ্তাহে ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।