শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড ঠাণ্ডার সাথে পাল্লা দিয়ে রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে জবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দুপুর অব্দি সূর্য্যের দেখা মেলে না। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয়।
শীতের কারণে দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, হাসপাতালে বর্তমানে ২৫ জন ডায়রিয়া ও ৬ জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে গত ১৫ দিন ধরে রোগীর সংখ্যা একটু বেশি বলে জানান তিনি।
এনএস/