ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জেলেদের না দিয়ে স্টোররুমে মজুদ ৬’শ কেজি চাল

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ভোলার লালমোহন পৌরসভার স্টোর রুম থেকে জেলে পূণর্বাসনের ৬’শ কেজি (ভিজিএফ) সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বস্তায় থাকা ওই চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। গত অক্টোবর মাসে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য এ চাল বরাদ্দ দেয়া হয়েছিল। তিন মাস পেরিয়ে গেলেও চাল বিতরণ করা হয়নি।
 
এ ব্যাপারে পৌর কাউন্সিলররা জানায়, বিষয়টি মেয়র মহোদয় জানেন। তবে ভুক্তভোগী জেলেরা জানান, তারা একাধিকবার এসেও তাদের কার্ডের চাল পায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, জেলেদেরে চাল পাওয়ার কয়েকদিনের মধ্যেই বিতরণ করার নিয়ম রয়েছে। যেহেতু তারা সেটি করেনি, তাই প্রমাণিত হয় অসৎ উদ্দেশ্যে এ চাল মজুদ করা হয়েছে।  

এনএস/