ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সন্দ্বীপে ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি’ উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার

সন্দ্বীপবাসির যাতায়াত এবং তাদের মালামাল ওঠানামার সুবিধার্থে সন্দ্বীপস্থ ল্যান্ডিং ষ্টেশনে ৭০০ মিটার দৈর্ঘ্যের পাকা কংক্রিটের (আরসিসি) জেটি নির্মাণ করা হয়েছে। জেটির পাশাপাশি পার্কিং ইয়ার্ড, যাত্রীছাউনী, লাইটিং সিস্টেম, রেলিং, বাইন্ডারী ওয়ালসহ আনুসাঙ্গিক সুবিদাধি নির্মাণ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ কাজগুলো সম্পন্ন করেছে। এজন্য ব্যয় হয়েছে  প্রায় ৫১ কোটি টাকা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ শুক্রবার সন্দ্বীপের গুপ্তছড়ায় ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটির’ উদ্বোধন করেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ উপজেলা চেয়ারম‍্যান শাজাহান মাস্টার বি.এ, ভাইস চেয়ারম‍্যান মাইন উদ্দিন মিশন এবং পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

প্রতিমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃতে দেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে দিন বদলে হয়েছে। প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন। তাঁর নেতৃত্বে আমাদের টাকায় পদ্মা সেতু হচ্ছে।'

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর কর্মকান্ড শুধু দেশে নয়; সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ‘রোল মডেল’। প্রধানমন্ত্রীর উন্নয়ন আর পজেটিভ চিন্তাগুলো আগামি আট বছরে শুধু রোল মডেল নয়,বাংলাদেশ হবে একটি উন্নত মানবিক বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, সন্দ্বীপে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে সন্দ্বীপবাসির সব দাবি পূরণ হবে। এখানে বিদেশি বিনিয়োগ আসবে। তিনি বলেন, জিয়া-এরশাদ- খালেদা ২১ বছর দেশকে উল্টোপথে চালিয়েছে, দেশের উন্নয়নে তাদের কোন স্বপ্ন ছিলনা। গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সঠিকপথে পরিচালিত করেছেন।

কেআই//