সাগরে মাছ শিকারের দায়ে ২৮ ভারতীয় জেলে আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
সমুদ্রসীমা লঙ্ঘন করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ২৮ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ জেলেদের ব্যবহৃত এফবি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা নামে দুটি ফিশিং ট্রলারও আটক করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) শুক্রবার দুপুরে তাদেরকে আটক করে সন্ধ্যায় মোংলার ফেরি ঘাটে নিয়ে আসে। মোংলা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখা জানায়, সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে মাছ শিকার করছিল ভারতের জেলেরা। সাগরে টহলরত কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। এদিন নৌপথ হয়ে তাদের সন্ধ্যা নাগাদ মোংলা ফেরিঘাটে আনা হয়। এরপর আইনী প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি’ আটক করে কোস্টগার্ড। এসময়ও বিপুল পরিমান সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
আটকদের সে সময় সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে।
কেআই//