চেলসিকে হারিয়ে শিরোপা জিতলো আর্সেনাল
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০২ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার
এফএ কাপের ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড শিরোপা জিতলো আর্সেনাল।
এর মাধ্যমে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৩টি শিরোপা ঘরে তুললো আর্সেনাল। ১২বার চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে, ফাইনালে আর্সেনালকে হারাতে পারলেই এই মৌসুমে ডাবল ট্রফি জিততে পারতো চেলসি। এদিন ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন অ্যালেক্সিস সানচেস। প্রথমার্ধে ১-০তে বিরতিতে যায় দু’দল। ৭৬ মিনিটে দিয়েগো কস্তা সমতায় ফেরান চেলসিকে। এর তিন মিনিট পরেই আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যারন রামসে।