ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মাভাবিপ্রবিতে শেষ হলো এগ্রি-এনভায়রনমেন্ট অলিম্পিয়াড-২০২১

মাভাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আন্তর্জাতিক সংগঠন ইয়াস বাংলাদেশ মাভাবিপ্রবির উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃহৎ পরিসরে ‘ন্যাশনাল এগ্রি-এনভায়রনমেন্ট অলিম্পিয়াড-২০২১’ শেষ হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে মোট পাঁচটি বিভাগে ছয়টি আলাদা আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাসমূহ ছিল- চিত্রাঙ্কন, কৃষি ও পরিবেশ সম্পর্কিত সমস্যা সমাধানের প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার প্রদর্শনী ও যে কোনো ভালো কাজের উপর ভিডিও তৈরি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭টি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও ৩০টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে!  এছাড়া ICDDRB মহাখালী, ঢাকা এবং বগুড়ার রং ছোঁয়া আর্ট একাডেমি থেকেও অংশগ্রহণকারী ছিল। 

প্রতিটি প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল কৃষি ও পরিবেশ সম্পর্কিত। যার ফলে প্রতিযোগীরা তাদের চিত্র, পোস্টার, ভিডিওর মধ্যদিয়ে কৃষি ও পরিবেশ সম্পর্কিত সাবলীল ধারণা ও চিত্র তুলে ধরেছে! পাশাপাশি কেইস সলভিং (Case solving) প্রতিযোগিতার মাধ্যমে উপস্থাপিত কৃষি ও পরিবেশ সম্পর্কিত সমস্যা সমাধানে বিভিন্ন আইডিয়া শেয়ারিংয়ের সুযোগ পেয়েছিল। অলিম্পিয়াডটিতে জুম এ্যাপের মাধ্যমে অনলাইনে ২ দিনব্যাপী  সায়েন্টিফিক টকের আয়োজন করা হয়। যার মাধ্যমে  অংশগ্রহণকারীরা বিশিষ্ট বিজ্ঞানী এমং খ্যাতিমান বিশেষজ্ঞগণের সাথে তাদের গবেষণা ও অন্যান্য বিষয়ক আলোচনার সুযোগ পান। 
 
সায়েন্টিফিক টকের প্রথম দিন (২৮ জানুয়ারি) উপস্থিত ছিলেন পাটের পলিথিন সোনালী ব্যাগের আবিষ্কারক বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান।  আলোচনায় বাংলাদেশের পরিবেশের অবস্থা উন্নয়ন করতে বিভিন্ন গবেষণা এবং উন্নয়ন কৌশলগুলো নিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া  শিক্ষার্থীরা তার গবেষণা ও আবিষ্কার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে সক্ষম হয়!

এ সময় তিনি বলেন, ‘আমি আশেপাশে যা পেতাম তা নিয়েই গবেষণা শুরু করতাম, ফাউন্টেনপেন ভেঙে তার তৈরি কৌশল আয়ত্ত করেছি, তোমরাও চেষ্টা করবে আশপাশের সকল বিষয় গবেষণার মাধ্যমে বুঝতে।’

দ্বিতীয় দিন সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খ্যাতিমান পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, ইমেরিটাস অধ্যাপক, ড. আইনুন নিশাত ও আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক।

ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে প্রেক্ষাপটে বাস্তবতা, সমস্যা এবং সুযোগসমূহ সুন্দরভাবে শিক্ষার্থীদের মাঝে  তুলে ধরেন। তিনি বলেন ‘পরিবেশ রক্ষার দায়িত্ব বর্তমান তরুণ সমাজের। কারণ ভবিষ্যৎ পরিবেশে তাদেরই টিকে থাকতে  হবে।’

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বাংলাদেশের কৃষি-আবহাওয়া তথ্য সেবার বর্তমান প্রক্ষাপট এবং এর ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  মাওলানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর  ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইয়াস বাংলাদেশে মাভাবিপ্রবির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

ন্যাশনাল এগ্রি-এনভায়রনমেন্ট অলিম্পিয়াডের উদ্দেশ্য মূলত পরিবেশ এবং কৃষি সম্পর্কিত সমস্যা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং তরুণ বাংলাদেশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ করা। অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টিভি, দৈনিক অধিকার, বাংলা ট্রিবিউন, এগ্রিভিউ২৪। ফুড পার্টনার হিসাবে ছিল ঢাকার ধানমন্ডির অভিজাত রেস্ট্রুরেন্ট Absolute BBQ BD।

ইয়াস বাংলাদেশ মাভাবিপ্রবির ক্যাম্পাস ডিরেক্টর উম্মে হানি রিয়া জানান, ‘ইয়াস বাংলাদেশ মাভাবিপ্রবি বাংলাদেশের (ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্সেস বাংলাদেশ) একটি শাখা। শুরু থেকে ইয়াস বাংলাদেশ মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করে আসছে। এছাড়া দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন স্কলারশিপ বিষয়ে ধারণা দিয়ে আসছে। ইয়াস বাংলাদেশ মাভাবিপ্রবির স্বপ্ন কৃষকদের নিয়ে কাজ করার। সৃজনশীলতা বিকাশে নানা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এআই/এনএস/