ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জেড ক্যাটাগরি কোম্পানির আর্থিক উন্নতির কর্মপরিকল্পনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার | আপডেট: ১১:২৮ এএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

সুশাসন নিশ্চিত করে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর আর্থিক অবস্থা উন্নতির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)। এতে বিনিয়োগ বেড়েছে জেড ক্যাটাগরির কোম্পানিতে। এমন পরিস্থিতিতে ওটিসি মার্কেটে পাঠানো হলো ইউনাইটেড এয়ারওয়েজকে। এমন পদক্ষেপ উদ্যোক্তা-পরিচালকদের স্বস্তি দিলেও বিপাকে সাধারণ বিনিয়োগকারীরা। 

পরিচালনা পর্ষদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অনিয়মের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০টির বেশি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিভুক্ত। ব্যাপক লোকসানের কারণে এসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না। পাশাপাশি আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও, বিনিয়োগকারীদের বঞ্চিত করতে ডিভিডেন্ড না দেয়ার অভিযোগ আছে কিছু কোম্পানির বিরুদ্ধে।  

এমন পরিস্থিতিতে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেয় বিএসইসি। বেশকিছু পরিকল্পনাসহ গেজেট প্রকাশ হয় গত ১৪ নভেম্বর। এরপর পুনর্গঠিত হয়েছে কয়েকটি কোম্পানির পর্ষদ।

এই পরিস্থিতিতে গত ১২ জানুয়ারি এক নির্দেশে জেড ক্যাটাগরির কোম্পানির ইউনাইটেড এয়ারওয়েজকে ওটিসি মার্কেটে পাঠায় বিএসইসি। যা বিএসইসির কর্মপরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।  

সংশ্লিষ্টরা জানান, ইউনাইটেড এয়ারের ব্যাপারটায় আরও আগে দ্রুত সিদ্ধান্ত নিলে অনেক ভালো হতো। তাহলে বিনিয়োগকারীরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না।

বিশ্লেকরা বলছেন, কোম্পানির লাভ-লোকসানের দায় পরিচালনা পর্ষদসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। তাই বড় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রথমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ড. মোহাম্মদ মুসা বলেন, আগেই যেন নিয়ন্ত্রণকারী সংস্থা সমান প্লেইং হচ্ছে কিনা সেটা ধরতে পারে কিন্তু বাংলাদেশের বাজারে সেটা হচ্ছে না। তবে একটা দুর্বলতা আমাদের আছে, আমরা যদি সংবাদ হওয়ার পরে ধরতেও পারি সেক্ষেত্রে কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণে সাজা দিতে পারি না।

সবার আগে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পরামর্শ এই বিশ্লেষকের। 

অধ্যাপক ড. মোহাম্মদ মূসা আরও বলেন, একটা বড় রকমের পরিবর্তন, ওটিসি মার্কেটে পাঠানো। এটা হয়তো একটা নেগেটিভ সিগন্যালও দেয়। সেই কারণে আমার মনে ওটিসি মার্কেটে এই নিউজগুলো আসার আগে যদি দিতো তাহলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতো না।

জেড ক্যাটাগরির কোম্পানি নিয়ে বিএসইসির কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেকদের।

ভিডিও-

এএইচ/