ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৮ ১৪৩১

নোয়াখালীতে পৌঁছালো লাখের বেশি ভ্যাকসিন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার

দেশের বিভিন্ন জেলার মতো নোয়াখালীতে এসেছে করোনা ভ্যাকসিন। আজ রোববার দুপুরে একটি বিশেষায়িত গাড়িতে ১ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। পরে তা রাখা হয় সিভিল সার্জনের ইপিআই এর বিশেষায়িত কক্ষে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বেক্সিমকোর বিশেষ ফ্রিজিং গাড়িতে ভ্যাকসিনগুলো জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এর আগেই নির্ধারিত ইপিআই সেন্টারের ক্লোড স্টোর ভ্যাকসিনের জন্য প্রস্তুত করা হয়। পরে সেখানে ভ্যাকসিনগুলোকে রাখা হয়েছে। ইপিআই সেন্টারের ক্লোড স্টোরে ৫ লাখেরও বেশি ভ্যাকসিন রাখা যাবে বলেও জানা যায়। 

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখান জানান, ‘যারা ভ্যাকসিন প্রয়োগ করবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষ হলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তবে প্রথম দফায় কারা পাবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’

তিনি জানান, ‘আপাতত ভ্যাকসিনগুলোকে ক্লোড স্টোরে রাখা হয়েছে। সরকারি সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে নিয়ম মেনে তা প্রয়োগ শুরু হবে।’

এআই//