কবির কল্পনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
লোকে বলে মুক্ত যেমন
অসীম সুনীল আকাশ
সোহাগ দিয়ে বুকে রাখে
সকল বারো মাস।
যেমন পাখি ডানা মেলে
উড়ে চলে যায়
আপন ছন্দ বাঁধে না সে
কোন সীমানায়।
যেমন নদী বয়ে চলে
রুপকথার দেশে
সাগর বক্ষে আপনহারা
হয় অবশেষে।
সূর্য যেমন বিলায় আলো
রাত্রি দিন ধরে
আগুন দিয়ে খাঁটি প্রেম
ছড়ায় সবার তরে ।
তেমনি নাকি কল্পনায়
কবিরা সব পারে
সাগর থেকে মুক্ত তুলে
পরাতে প্রিয়ারে।
বিজ্ঞানী তো নয় কবিরা
এ কথাটি মানি
কাব্যময় সংবেদনে
থাকে মুক্ত বানী।
তবু বলি সব কথাতে
যুক্তি থাকা চাই
পায়ের তলায় হ্রদয় হয় কি
বললে কবি তাই ।
মাথার মগজ বুকের ভিতর
রাখতে পারে কে ?
মন গেলে পেটের ভেতর
পরে সে বিপাকে।
উঁচু করে পা দু’খানি
মাথায় ভর কোরে
হাঁটতে পারে কোন কবিটি
আনো তাকে ধরে ।
মুখ বন্ধ করে রেখে
অন্য দ্বার দিয়ে
কথা বলা যায় কি গো
ভেবো এসব নিয়ে।
কল্পনাটা সাজাতে হয়
বানীর অলংকারে
জ্বালতে আগুন জল কে ঢেলে
ডুবায় উনুনটারে ?
কাব্য হবে মুক্ত স্বাধীন
পূর্ণ অনুরাগে
অর্থবহ হতে হলে
কিছু যুক্তি লাগে।
তীরহারা জল রাশির
নাম হয়না নদী
যুক্তিহীন হয়না কাব্য
একটু ভাবো যদি ।।