বিয়ের অনুষ্ঠানে মদ্যপান, ৫ জনের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার | আপডেট: ০৩:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
বগুড়া শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮)। শহরের কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০)। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।
জানা গেছে, শহরের তিন মাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকান থেকে মদপান করে রাতে বাড়ি ফিরলে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন।
ভোর রাতের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, তিনজনই কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।
তবে বগুড়া সদর থানার ওসি এ বিষয়ে কোনও কথা বলেননি।
এএইচ/