ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জবি রাষ্ট্রবিজ্ঞান সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান সংঘের (সাবেক ছাত্রদের সংগঠন) উদ্যোগে রাজধানীর বাড্ডা এলাকায় শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) সংঠনের সদস্যরা উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

এ সময় সংগঠনের সভাপতি এম এ খালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ওহিদুজ্জামান মাবুল, মাজহারুল আলম কিসলু, মোহাম্মাদ সফিক, শহীদউল্লাহ কায়সার বাবু, সলিমুল্লাহ মজুমদার, মোজাম্মেল হক চৌধুরী হিমেল, ফিরোজ আহমেদ, আউয়াল চৌধুরী ও মোহাম্মদ মহসিন মিয়া। 

সভাপতি এম এ খালেক বলেন, রাষ্ট্রবিজ্ঞান সংঘ সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। অতীতেও আমরা যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে চেষ্টা করেছি পাশে থাকার। এখন প্রচণ্ড শীত পড়ছে। অনেকে কষ্ট করছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি অতীতের মতো এবারও কম্বল বিতরণ করার। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের অনেক সদস্য পৃথিবী ছেড়ে চলে গেছে। তার মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী নিজাম উদ্দিন শাহীন করোনায় মৃত্যু বরণ করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

সংগঠনের সাবেক সভাপতি ওহিদুজ্জামান মাবুল বলেন, রাষ্ট্রবিজ্ঞান সংঘ একটি পুরনো সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সংগঠনের ঐতিহ্যকে ধরে রাখার এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। সংগঠনের যে কোনো কাজে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

এসি