ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

বাজারকে মন্দায় ফেলে সস্তায় শেয়ার বাগিয়ে নেয়ার অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

দেশের পুঁজিবাজার অনেকটা মৌসুমী বাজারের মতো আচরণ করছে। বছরে দু-চার মাস ভালো যাচ্ছে তো ফের পড়ছে মন্দায়। এমন পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের দায়ী করছেন বিশ্লেষকরা। বাজারকে মন্দায় ফেলে সস্তায় শেয়ার বাগিয়ে নেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। তাই গতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকদের। 

গত ১৭ জানুয়ারিতে ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৩৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। ১৫ দিন যেতে না যেতেই এখন তা ৭শ’ কোটি টাকার ঘরে। হঠাৎ এমন খরায় চরম বেকায়দায় সাধারণ বিনিয়োগকারীরা। সূচকের ওঠানামাকে স্বাভাবিক মানলেও, লেনদেনের এমন চিত্রকে খুবই অস্বাভাবিক মনে করছেন তারা। 

বিনিয়োগকারীরা জানান, একটা কোম্পানির শেয়ারমূল্য যদি প্রতিদিনই বাড়তে থাকে, সেটা তো কোন স্বাভাবিক গতি নয়। তার সাথে সাথে অন্যগুলোরও বাড়তে হবে বা কমতে হবে।

তবে বিশ্লেষকরা বলছেন, চাঙ্গা বাজারে মুনাফা তুলে নিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেকেই এখন নিষ্ক্রিয়। ফের সস্তায় শেয়ার কেনার অপেক্ষায় তারা। বড় বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। 

বিশ্লেষকরা জানান, আরও বাড়ার সুযোগ আছে, অনেক ভালো শেয়ার আছে আবার খারাপ শেয়ারও আছে। বুঝে-শুনে কিনতে পারলে আমি ভবিষ্যতটাকে ভালো দিচ্ছি।

এদিকে, আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য রয়েছে বড় কোটা। বুক বিল্ডিংয়ে ৫০ শতাংশ এবং ফিক্সড প্রাইজের আইপিওতে ৪০ শতাংশ শেয়ার পান তারা। আর ওই শেয়ার সেকেন্ডারি মার্কেটে আসার পরই লাফিয়ে বাড়তে থাকে। যা উচ্চমূল্যে বিক্রি করে বিপুল মুনাফা তুলে নেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাই আইপিওতে প্রাতিষ্ঠানিক কোটা কমানোর দাবি ওঠেছে।

গত প্রায় এক বছরে বীমা কোম্পানির শেয়ারের দর ২শ’ থেকে ৬শ’ শতাংশ পর্যন্ত বেড়েছে।  এছাড়া সম্প্রতি কয়েকটি শেয়ারের দামও বাড়ে কয়েক গুণ। যদিও অনেক ভালো কোম্পানির শেয়ারের দর এখনো তলানিতে। এমন পরিস্থিতিকে স্বাভাবিক মনে করছেন না বাজার সংশ্লিষ্টরা। 

তারা জানান, আজকে হট ট্রেড হয়েছে কাল আবার পড়ে যেতে পারে, এতে তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মার্কেটটা ধরে রাখতে হলে ধীরে ধীরে কার্যক্রম পরিচালনা করতে হবে। হুট করে কোন কার্যক্রম পরিচালনা করলে এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

নির্দিষ্ট সময় বা মৌসুম নয়, বিশ্বের অন্যান্য দেশের মতো সারাবছরই পুঁজিবাজারকে গতিশীল দেখতে চান সংশ্লিষ্টরা। 

ভিডিও-

এএইচ/