ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানি

প্রকাশিত : ০৬:২১ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার | আপডেট: ০২:২২ পিএম, ৩০ মে ২০১৭ মঙ্গলবার

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানির ৮ম দিনে এ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম ও এম আই ফারুকী।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ্যামিকাস কিউরিদের  বিভিন্ন যুক্তি তুলে ধরেন। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি গেজেট আকারে প্রকাশের পর এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। পরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্ট।