ঢাকা, শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৬ ১৪৩১

ঝালকাঠির টিটিসিতে `নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন`  সেমিনার 

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ স্লোগানে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে বুধবার 'নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থানের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহম্মেদ ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার সভাপতিত্ব করেন।প্রবন্ধ উপস্থাপন করেন- টিটিসি'র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল বাসার আল মামুন।

জেলা আওয়ামী লীগের সহসভপতি ও বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (টিএসসি) অধ্যক্ষ নীলরতন দত্ত, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ মো. আব্দুর রশিদ চৌকিদার প্রমুখ আলোচনায় অংশ নেন।

টিটিসি হলে আয়োজিত সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিবসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরকে//