ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে বৃদ্ধা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মুকসেদা (৬০) নামে এক বৃদ্ধা যাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া হরিপুরগামী একটি মিনি বাস থেকে ছিটকে পড়ে বৃদ্ধা মহিলা গুরুত্বর আহত হন।

এসময় বাসের যাত্রী ও বাস চালক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধা মহিলা হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও(ঝাবরগাছি) গ্রামের  লোকমান হোসেনের স্ত্রী। হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃদ্ধা ওই মহিলা (৬০) ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা হরিপুরগামী বাসে কামারপুকুর নামক স্থানে উঠে গেট সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসেন। হরিপুর উপজেলার পতনডোবা ছাগল বাঁচাতে গিয়ে বাস চালক হঠাৎ করে জোরে ব্রেক করলে গেটের সামনে মহিলা ঝাঁকি সামলাতে না পেরে বাস থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হলে বাসের যাত্রী ও বাসচালক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই//