ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মনোনয়নের লড়াইয়ে একযোগে ৫টি অঙ্গরাজ্যের ভোটে এগিয়ে গেলেন হিলারী ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়নের লড়াইয়ে একযোগে ৫টি অঙ্গরাজ্যের ভোটে এগিয়ে গেলেন ডোমোক্র্যাট হিলারী ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। চার অঙ্গরাজ্যে হিলারি ও তিন অঙ্গরাজ্যে ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে, নিজ রাজ্যে পরাজয়ের পর মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান মার্কো রুবিও। us electionফ্লোরিডা, ইলিনয়, ওহাইও, দক্ষিণ ক্যারোলাইনা ও মিসৌরি। মার্কিন প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়নে এবার ভোটের হিসাব-নিকাশ হলো এই ৫ অঙ্গরাজ্যে। ডেমোক্রেটিক দল থেকে এবারও জয়ী হিলারি ক্লিনটন। বার্নি স্যান্ডার্সের সঙ্গে ব্যবধানও বাড়ছে। আর এ’নিয়ে ১৬টি অঙ্গরাজ্যে হিলারি আর ৯টিতে স্যান্ডার্স জয় পেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জোরেসোরে প্রচারণা চালালেও শেষ পর্যন্ত হিলারির কাছে হারতেই হবে স্যান্ডার্সকে। রিপাবলিকান ক্যাম্পের ছবি একটু ভিন্ন। নিজ অঙ্গরাজ্য ওহাইওতে জয়ী হয়েছেন জন ক্যাসিস। আর পরাজয়ের গ্লানি নিয়ে শেষ পর্যন্ত মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। এরপরই ট্রাম্পকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরেক প্রার্থী টেড ক্রুজ। অন্যদিকে, তিন অঙ্গরাজ্যে বড় ব্যবধানে জয় নিয়ে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন ট্রাম্প। এ’নিয়ে ১৮ অঙ্গরাজ্যে ট্রাম্প এগিয়ে থাকলেও চূড়ান্ত পর্যায়ে তার জয় নিয়ে শংকা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।