ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

শ্রীমঙ্গলে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি বৃন্দাবনের চা 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ১৭তম চা নিলাম কার্যক্রম। এতে হবিগঞ্জের বৃন্দাবন চা বিক্রি হয়েছে ৫ হাজার ১০ টাকা দরে। এবার প্রথমবারের মতো উঠেছে পঞ্চগড়ের চা-ও। 

বুধবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এই নিলাম চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 

শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে আয়োজিত এ নিলামে বিভিন্ন চা বাগান থেকে ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয়। যার বিক্রয় মূল্য আনুমানিক ১ কোটি টাকা বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা। 

নিলামে ৮৫ ভাগ চা বিক্রি হয়েছে বলেও জানান শ্রীমঙ্গল টি ব্রোকাস লিমিটেডের পরিচালক হেলাল মিয়া। তিনি জানান, ‘৭০ হাজার কেজির মধ্যে শ্রীমঙ্গল ব্রোকাস লিমিটেড নিলাম করে ৫০ হাজার কেজি এবং রুপসী বাংলা ব্রোকাস নিলাম করে ২০ হাজার কেজি চা।’

এ নিলামে প্রথম অংশ নেয়া পঞ্চগড়ের চা-ও ভাল দামে বিক্রি হয়। তবে এ নিলামে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের হোয়াইট টি। যা ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ। হোয়াইট টি ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে বলে জানা গেছে।

চলতি মাসে আরো ৩টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জহর তরফদার। 

তিনি জানান, ‘করোনার কারণে বিগত নিলামে চা বিক্রি হয়েছে কিছুটা কম। তবে বুধবারের নিলামে আশানুরুপ চা বিক্রি হয়েছে।’

আগামীতে তা আরো বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এআই//