ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু : এবার নিহা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার | আপডেট: ১২:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের মামলার এজাহারের সর্বশেষ আসামি নিহাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানিয়েছে, নিহাসহ ৫ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে মোহাম্মদপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অতিরিক্ত বিষাক্ত মদ পান করায় মৃত্যু হয়েছে ওই শিক্ষার্থীর। তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাত আলম তাফসীরকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এই দুই আসামি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।’

তিনি বলেন, ‘আরাফাত এবং নিহা পার্টির আয়োজন করেছিল। যে মদ সেখানে নেয়া হয়েছিল তা ছিল বিষাক্ত। আর এতে করেই মূলত এ ঘটনা ঘটে। নিহাসহ অন্যান্য যারা ছিল তাদের কাজই ছিল প্রতিরাতে ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় পার্টিতে যোগ দেয়া এবং নাচ-গান করা।’


এআই/এসএ/