ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নারায়ণগঞ্জে প্রথম টিকা নিলেন সিভিল সার্জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সারাদেশের মতো নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শহরে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রথম করোনা টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।  

এরপর জেলার ৬টি কেন্দ্রে মোট ২৪টি বুথে টিকাদন কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিন, ভিক্টোরিয়া হাসপালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামানসহ অনান্য কর্মকর্তা ও চিকিৎসকরা। 

জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ‘আজ জেলায় দুটি সরকারি হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ জনকে টিকা প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৬০ জন অনলাইনের মাধ্যমে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।’ 

অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে নিবন্ধনের সংখ্যা তুলনামূলক কম। তিনি সবাইকে নিবন্ধন করার আহ্বান জানান। 

এআই//