টিকা নিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
চাঁপাইনবাবগঞ্জে হাসিমুখে প্রথম টিকা নিয়েছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তাকে প্রথম করোনার টিকা দেয়া হয়। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জেলা প্রশাসককে টিকা দেয়ার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের পর সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডাঃ দুররুল হোদা, সাংবাদিক আনোয়ার হোসেন দিলুসহ কয়েকজন টিকা নেন। এ টিকা নিতে পেরে তারা গর্বিত বলে অনুভূতি প্রকাশ করেন। করোনার টিকা নিয়ে অপপ্রচারকারিদের জন্য জবাব বলেও মন্তব্য করেন তারা। টিকা প্রয়োগের সময় চিকিৎসক, নার্স, কর্মীরা সবাই দারুণ উজ্জীবিত ছিলেন।
টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মমিনুল, সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, মডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ। টিকা নেয়ার পর তাদের বেশকিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার আমাকে এ জেলার দায়িত্বে রেখেছেন। জেলার দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমিই প্রথম ভ্যাকসিন নিলাম। যাতে জেলাবাসী ভ্যাকসিনের উপর আস্থা রাখে। টিকা নিয়ে একটি গোষ্ঠী প্রথম থেকেই অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেনÑজেলাবাসীকে বলব, সরকারি নির্দেশনা মেনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিন এবং টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করুন।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী বলেন, রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলার ২০টি টিকাদান কেন্দ্রে ১৫০জন টিকা নিয়েছেন। এর মধ্যে রয়েছে ১২২ জন পুরুষ ও ২৮জন নারী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৮টি এবং অন্য চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩টি করে কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগ্রহী সবাইকে টিকা দেয়া হবে। সিভিল সার্জন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের এটাই আসল মুহূর্তে। আশা করছি, এই টিকার মাধ্যমে মহামারি প্রতিরোধ করে সবাই সুস্থ থাকবেন।
আরকে//