ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

যারা নিবন্ধন করেছেন তারাই টিকা পাচ্ছেন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

সারাদেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলা সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দমুখর পরিবেশে টিকা কার্যক্রম চলে। যারা নিবন্ধন করেছেন তারাই টিকা পাচ্ছেন। প্রথম দিনে জনপ্রতিনিধি ও ফ্রন্টলাইনারদের অনেকেই টিকা নেন; প্রকাশ করেন স্বস্তি। 

শেরপুরে জেলা সদর হাসপাতালে করোনা ভ্যাক্সিন কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলায় এখন পর্যন্ত ১৬শ’ জন নিবন্ধন করেছেন।
  
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি মুঠোফোনের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। 

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

রাজবাড়ী সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। 

মাদারীপুর জেলায় মোট ৪টি কেন্দ্রের ৫টি বুথে ৮৩ জনকে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে।

নোয়াখালীতে প্রথম করোনা টিকা নেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম। জেলার ১০টি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেয়া শুরু হয়েছে। জেলায় রেজিস্ট্রেশন করেছেন এক হাজার ৩৪ জন। প্রথম দিনে ১৫০ জনকে করোনা টিকা প্রদান করা হয়।

জয়পুরহাটে জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক টিকা নেয়ার মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে জানান সিভিল সার্জন।

জামালপুর সদর হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে এই কার্যক্রম শুরু হয়। 

ফরিদপুরে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অতুল সরকার। 

ভৈরবে প্রথম দিনে ২২ জনকে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। টিকা নেয়ার পর তাদের কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। সুস্থ আছেন সবাই। ভৈরবে ৫ শতাধিক নিবন্ধন হয়েছে।

ভ্যাকসিন গ্রহণকারীরা জানান, এই ভ্যাকসিন নেয়ার পরে আমার কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। নেয়ার পর আমি স্বাভাবিক কাজ করে যাচ্ছি, তাতে কোন রকম অসুবিধা হচ্ছে না। 

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা প্রথম দিনে করোনা টিকা নিয়েছেন। এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৮২৯ জন। যার মধ্যে প্রথম দিনে ৩শ’ জনকে টিকা দেয়া হয়।
ভিডিও :

এএইচ/এসএ/