ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিরামপুর সীমান্তে শিশুসহ তিন রোহিঙ্গা আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর উপজেলার দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 

আটককৃত তিন রোহিঙ্গারা হলেন- মুজিবর হোসেন (২৭), তার স্ত্রী সাবুকুন নাহার (২৪) ও তাদের ছেলে হোসেন (৫)। তারা মিয়ানমান থেকে পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন, সেখান থেকে তারা ভারতে যাওয়ার উদ্দেশে এসেছিলেন বলে জানিয়েছেন।

বিরামপুরের চৌঠা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মঈনুল হক জানান, তিন রোহিঙ্গা নাগরিক সীমান্ত এলাকায় ঘুরাফেরা করছে এমন সংবাদ পেয়ে সকালে দেশমা বাজার এলাকা থেকে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা স্বীকার করেছে যে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে বের হয়। এরপর সেখান থেকে ঢাকা হয়ে দিনাজপুরের বিরামপুর সীমান্তে আসে।

তিনি আরও জানান, বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের আদেশক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

এএইচ/