সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ভিপি নুরুল হক চৌধুরী’র নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে কেন্দ্রীয় যুবলীগের নেতারা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন আওয়ামী যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন যুবলীগের নেতারা।
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে যুবলীগ।
নির্বাচনী প্রচারণার সময় যুবলীগ নেতারা সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। সোনাইমুড়ী পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আওয়ামী মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এড. বেলাল হোসাইন, প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহিন, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, নুরুল করিম জুয়েল ও খিজির হায়াত, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান শিপনসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ।
এসি