ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

দেশে এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

দেশে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩ লাখ ৮৬ হাজার ৫৭৮ জন পুরুষ এবং ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২ লাখ ৪ হাজার ৫৪০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ১৫২ জন এবং নারী ৬৪ হাজার ৩৮৮ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগে ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগে ২২ হাজার ৬৮১ জন এবং সিলেট বিভাগে ৪৭ হাজার ৭২৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এরমধ্যে ঢাকা মহানগরীতে এ পর্যন্ত ৬৮ হাজার ৯০১ জন করোনা টিকা নিয়েছেন। এদের মধ্যে ৪৭ হাজার ২০৪ জন পুরুষ এবং ২১ হাজার ৬৯৭ জন নারী রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

এসি