মাঝ পদ্মায় যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী (এমভি ফ্লাইয়িং বাড-২) নামের একটি যাত্রীবাহী লঞ্চ ও (ওটিসাংহাই-৪) নামের তেলবাহী ট্যাংকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় লঞ্চের ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার মোঃ নুরুল আনোয়ার মিলন জানান, পাটুরিয়া থেকে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দ্যেশে ছেড়ে আসা (এমভি ফ্লাইয়িং বাড-২) লঞ্চটি পদ্মা নদীর মাঝমাঝি অংশ পার হয়ে আসলে (ওটিসাংহাই-৪) নামের একটি তেলবাহী ট্যাংক সরাসরি লঞ্চে আঘাত করে। এ সময় লঞ্চে থাকা কিছু যাত্রী নদীতে পড়ে যায়। পড়ে ওইসব যাত্রীরা ফেরি ও অন্য লঞ্চে উঠে দৌলতদিয়া প্রান্তে আসেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোন যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে লঞ্চের ক্ষতি হয়েছে। এছাড়া তেলবাহী ট্যাংকটি মাঝ নদীতে আটকা আছে।
দৌলতদিয়া লঞ্চঘাট ম্যানেজার জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।
এএইচ/