ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিজ চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি আজ সোমবার বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে ঘোড়ামারা এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভাইস চ্যান্সেলর ড. হযরত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন, এলাকাবাসীর উচ্চ শিক্ষা নিশ্চিত করতে ২০১২ সালে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বর্তমানে দেড় হাজার শিক্ষার্থীর অধ্যায়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনেক বড় ঘটনা। আগামী বছর থেকে ৪২ বিঘা জমির ওপর তৈরি অত্যাধুনিক স্থায়ী ক্যাম্পাসে ক্লাস শুরুর মধ্যদিয়ে এটা পূর্ণতা লাভ করবে।
এনএস/