লালমাটিয়া পার্কে ব্যতিক্রম এক পাঠাগার (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ভাষার মাসে ব্যতিক্রম এক পাঠাগার স্থাপন করেছে বইবন্ধু পাঠাগার। রাজধানীর মোহম্মদপুরে লালমাটিয়া পার্কের ফুটপাত ধরে হাঁটলেই একটি ব্যনারে চোখ আটকে যাবে। বইবন্ধু বইঘর লেখা ব্যানার, পাশেই ছোট একটি বুক সেলফ।
সাজানো রয়েছে বেশ কিছু বই। পথচারী কিংবা পার্কে হাঁটতে আসা মানুষই এখানকার পাঠক। অনেকের অবাক দৃষ্টি ছোট্ট এই পাঠাগারের দিকে।
পার্কে ঘুরতে আসা পাঠকরা বলেন, ‘উদ্যোক্তদের অনেক ধন্যবাদ জানাই। কারণ আমরা চাকরিজীবীরা আসা-যাওয়ার পথে মাঝে মধ্যেই বই পড়ি। সুন্দর একটা জায়গায় এতো ভাল উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত।’
অনেকে বলেন, ‘আমাদের বাসায় অনেক ভাল ভাল বই আছে। এ পাঠাগারকে সমৃদ্ধি করতে সেগুলো দিয়ে আমরা সহযোগিতা করবো।’
পাঠাগারের পাশেই বেশ কিছু চায়ের দোকান। ক্ষুদ্র এই ব্যবসায়ীরা জানালেন, ‘দোকানে যারা চা খেতে আসেন, তাদের অনেকে বই পড়ছেন। আগে এখানে আড্ডা দিতেন, গল্প-গুজব করতেন কিন্তু এখন তারা বই পড়ে সময় কাটান।’
বইবন্ধুর সমন্বয়ক মহিউদ্দিন তোহা বলেন, ‘পার্কে আমরা অনেক সময় কাটাই, বসে থাকি। এ পাঠাগারের ফলে অলস সময়গুলো বই পড়ে কাটছে। পাশাপাশি আমাদের দেশের যাতে ভাবমূর্তি উজ্জ্বল হয় সেজন্য এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।’
তিনি বলেন, ‘বইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চাই এবং বহির্বিশ্বে বাংলাদেশকে বইয়ের দেশ হিসেবে পরিচিত করাতে চাই। আমরা সীমিত আকারে এই পাঠাগারের কার্যক্রম শুরু করেছি। পরিসর বাড়ানোর পরিকল্পনা আছে।’
ভাষার মাসে এই উদ্যোগ নেয়া হলেও সারা বছরজুড়ে থাকবে বলে জানান তোহা।
এআই/ এসএ/