ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

কাল টিকা পাচ্ছে ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

নিউজিল্যান্ড সফরের আগেই খেলোয়াড়দের করোনা টিকা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ জন্য শুধু নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদেরকেই কাল বৃহস্পতিবার করোনার টিকা দেয়া হবে। বাকীরা পরে এই টিকা পাবে।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তারা বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেবেন। তবে কাউকে জোরাজুরি করা হবে না। মানে বোর্ডের পক্ষ থেকে কোন চাপ থাকবে না।

তবে পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে যারা যাবে, তাদের প্রায় অর্ধেক এরই মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে বোর্ডের পক্ষ থেকে আবারও জানিয়ে দেওয়া হয়েছে, কাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া হবে। একই দিন থেকে সব ক্রিকেটারের ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হলেও কেবলমাত্র যারা নিউজিল্যান্ড সফরে যাবেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিতে পারবেন।

নিউজিল্যান্ড পৌঁছানোর পর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। আগামী ২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইসচার্চে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে।

টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ হ্যামিল্টনে। সিরিজের ২য় ও ৩য় ম্যাচ যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে নেপিয়ার ও অকল্যান্ডে।
এসএ/