ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কোম্পানীগঞ্জে থানা ঘেরাও ও হরতাল কর্মসূচি স্থগিত 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

নোয়াখালীর পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে ঘোষিত থানা ঘেরাও ও হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই অবদুল কাদের মির্জা। 

এ সময় তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে আজকের মধ্যে তার দাবিগুলো মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তিনি।  

কাদের মির্জা বলেন, ‘দাবি না মানলে হরতাল, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলবে।’ তার মতে ডিসি, এসপি ও ওসিদের প্রত্যাহার করলে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ হবে।
এআই/ এসএ/