সকল ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আইএসডি’তে সমাবেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বজুড়ে ভাষার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় অনলাইনে সমাবেশ আয়োজন করবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিতব্য এ অ্যাসেম্বলিটি অনলাইন ভিডিও কমিউনিকেশন মাধ্যম জুম্ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। অ্যাসেম্বলিটি সঞ্চালনা করবেন আইএসডি’র মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিলা আমান।
আইএসডি’তে ২৯টি দেশের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন । সবাইকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ অ্যাসেম্বলির আয়োজন করেছে—যেখানে পৃথিবীর নানা ভাষায় পরিবেশনার মাধ্যমে ভাষার বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।
বৈশ্বিক কমিউনিটি হিসেবে আইএসডি বিশ্বাস করে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিঃসন্দেহে বাঙালি জাতির অন্যতম মহৎ অর্জন। মাতৃভাষার সম্মানে বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্বজুড়ে অনন্য উদাহরণ তৈরি করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ মাহাত্ম্যেরই প্রকাশ ঘটায়। এ পটভূমিতে, আইএসডি বাঙালির জাতির এ অসীম সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
নবম গ্রেডের আয়মান ওয়াসির যন্ত্রসঙ্গীতে ‘একুশের গান’ পরিবেশনার মাধ্যমে অ্যাসেম্বলি শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইএসডি’র ডিরেক্টর ড: কার্ট নর্ডনেস। তিনি এ দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। এরপরে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (১৯৪৭-২০২১) সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবেন অনুষদ সদস্য মিন্নাত খান।
এ বক্তব্যের পরে বিভিন্ন ভাষায় পরিবেশনা অনুষ্ঠিত হবে। বাংলা ভাষায় পরিবেশনা করবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা ও একুশের গান আবৃতি করবে দশম শ্রেণীর ছাত্রী ফারিসা খান, ইংরেজি ভাষায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী শায়রা মোস্তফা পারফরমেন্স করবে, হিন্দি গান পরিবেশন করবেন চতুর্থ শ্রেণীর শিভানষ চৌধুরী, ফরাসি ভাষায় ব্যঙ্গাত্মক পারফরমেন্স করবে একাদশ শ্রেণীর নোরাহ সালাম, গান পরিবেশন করবেন পিওয়াইপি কো-অর্ডিনেটর লিন, স্প্যানিশ ভাষায় পারফরমেন্স করবেন প্রথম শ্রেণীর ম্যাসিও জাকোসা এবং ফিলিপিনো (তাগালোগ) গান পরিবেশন করবে একাদশ শ্রেণীর এরিন কাটিগব্যাক।
এরপরে, সাদা-কালো পোশাকে সবাই নিজ নিজ ডিভাইসের মাধ্যমে ফটোসেশনে অংশ নিবেন। সবশেষে, পূর্বে ধারণকৃত বিভিন্ন ভাষায় ‘শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ - সংকলন ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।
আরকে//