ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন
নোবিপ্রবি সংবাদদাতা
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় এই সময় মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আওয়াল রাহাত,অপ্রুসী মার্মা; শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী জোভান আহমেদ নাইম, পরিসংখ্যান ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাইফুল, কবির; আইন বিভাগের শিক্ষার্থী মেহরাব, বিজিই বিভাগের শিক্ষার্থী মহসিন, এছাড়াও অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে মেসে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে স্হানীয় পরিবহন শ্রমিকদের ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন,দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোথাও শিক্ষার্থীরা জীবনের নিরাপত্তা পায় না। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবো।
আরকে//