ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আজ মোহন বাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩১ মে ২০১৭ বুধবার

এএফসি কাপে ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মোহন বাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌনে আটটায়। প্রথম পর্বের ম্যাচে ৩-১ গোলে জিতে এগিয়ে আছে কোলকাতার দল মোহন বাগান। তবে, ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ফিরতি পর্বের ম্যাচের জয়ের ব্যাপারে আশাবাদী আবাহনীর কোচ ড্রাগো ম্যামিক। এদিকে, প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে রেখে বুধবারের ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগানের কোচ সঞ্জয় সেন। মোহনবাগানের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দে এই ম্যাচে খেলতে পারবেন না। এরপরও জয়ে কোন সমস্যা হবেনা বলে মত মোহনবাগানের কোচ।