জয় পেয়েছেন টমাস বারডিচ
প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩১ মে ২০১৭ বুধবার | আপডেট: ১১:৫৮ এএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার
ফ্রেঞ্চ ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন টমাস বারডিচ।
প্রতিপক্ষ জার্মান তারকা জান লেনার্ড স্ট্রাফকে হারিয়েছেন টমাস। লেনার্ড স্ট্রাফের বিপক্ষে জয় তুলে নেন ৩-১ ব্যবধানে। প্রথম সেটে ৬-১ গেমে জয় নিয়ে এগিয়ে যান গত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালিস্ট টমাস। দ্বিতীয় সেটেও সমান ব্যবধানে জয় পান ৩১ বছর বয়সী এই টেনিস তারকা। পিছিয়ে পরে তৃতীয় রাউন্ডের খেলায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান লেনার্ড স্ট্রাফ। তৃতীয় সেটে টমাসকে হারান ৬-৪ গেমে। তবে, চতুর্থ ও শেষ রাউন্ডের খেলায় ৬-৪ গেমে লেনার্ড স্ট্রাফকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন চেক প্রজাতন্ত্র তারকা টমাস।