ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির, আর ৫৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫০৬ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪০৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮৮টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।