ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ বিশেষজ্ঞদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার | আপডেট: ১২:৪১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

গত ১৩ দিনে প্রায় ১৭ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন প্রান্তিক জনগোষ্ঠীর স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবেনা। এ জন্যে তারা সম্প্রসারিত টিকা দান কর্মসূচির সক্ষমতাকে পূর্ণ ব্যবহারের তাগিদ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার।

করোনার প্রতিরোধে চলছে টিকাদান কর্মসূচি। শুরুতে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব কাজ করলেও এখন পরিস্থিতি বদলেছে। 

কর্মসূচি শুরুর পর মোট জনসংখ্যার এক শতাংশের বেশি টিকা গ্রহণ করেছে। এটা এশিয়ার যে কোন দেশের তুলনায় সবচেয়ে ভালো প্রবণতা। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনায়ও কিছুটা পরিবর্তন এনেছে সরকার। প্রথমে ৩৫ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেবার সিদ্ধান্ত হলেও এখন ৬০ লাখ মানুষকে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

টিকার মজুদ ও সরবরাহ নিয়ে এথন কোন সংকট নেই। তবে তৃণমূল পর্যায়ের মানুষ এবং চরের বাসিন্দাদে এ কর্মসূচিতে ব্যাপক হারে যুক্ত করতে না পারলে সম্প্রসারিত টিকা কর্মসূচির মতো করোনা টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবেনা। তাই গবেষকদের তাগিদ বস্তি কিংবা প্রান্তিক মানুষের অংশ গ্রহণ নিশ্চিত করার।

চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, সরকারের অনেক সাফল্যের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জনসম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব হয়নি। জনসচেতনতা এক জিনিস আর জনসম্পৃক্ততা আরেক জিনিস। শহর অঞ্চল থেকে গ্রামাঞ্চলে ছড়াতে হবে এবং শহরের প্রান্তিক জনগণের মধ্যে বার্তাটি পৌঁছাতে হবে। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী বলেন, পৃথিবীর শতকরা ২ ভাগ মানুষ এই কোভিড টিকা নিয়েছে অন্তত একবার। বাংলাদেশ সেখানে ১.১২ ভাগ।

করোনা টিকা কার্যক্রমকে গণকর্মসূচিতে পরিণত করতে এ বিষয়ে তথ্য নিয়ে যেতে হবে গ্রাম পর্যায়ে। নিতে হবে আরও কিছু লাগসই উদ্যোগ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী আরও বলেন, এই অবস্থা কি সবসময়ে চলবে? তখন কি এই সুন্দর সিস্টেমটা থাকবে কি না এটা একটা প্রশ্ন। শহরের বাইরে যেমন হাওড় এলাকা আছে, পার্বত্য অঞ্চল আছে, চর অঞ্চল আছে- এইসব এলাকায় যখন নিয়ে যাওয়া হবে সেখানে যাদের টিকা দেওয়া প্রয়োজন তাদেরকে পাওয়া যাবে কি?

সম্প্রসারিত টিকা দান কর্মসূচি-ইপিআই এর অধীনে এখন প্রতিদিন ৪ লাখ মানুষকে টিকা দেয়ার সক্ষমতা আছে। আর করোনা টিকা নিচ্ছে প্রতিদিন গড়ে ২ লাখ মানুষ। টিকা কর্মসূচির পূর্ণ সক্ষমতা ব্যবহারেরও তাগিদ বিশেষজ্ঞদের।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী বলেন, ডিমান্ড ক্রিয়েশন, এই জিনিসটি তৈরি করতে হবে এবং সেটা করতে গিয়ে অবশ্যই কিছু পদক্ষেপ সরকারকে নিতে হবে।

মানুষ যতক্ষণ টিকা গ্রহণকে অত্যাবশ্যকীয় মনে করবে না ততক্ষণ এ কার্যক্রম গণকর্মসূচির চরিত্র পাবে না বলেও মত বিশেষজ্ঞদের।

ভিডিও-

এএইচ/