ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ছবিই ইতিহাস

সেলিম জাহান

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ত্রিশ বছর আগের কথা- ১৯৯১ সালের ২২ ফেব্রুয়ারী। ঢাকায় প্রকাশনা উৎসব বসেছে অধ্যাপক আজিজুর রহমান খান (অধ্যাপক এ. আর. খান) এবং প্রয়াত ড. মাহবুব হোসেন এর নবতম বই The Strategy of Development in Bangladesh. অনুষ্ঠান হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এ্যানেক্স ভবনের দোতালায়।

প্রথম ছবিতে প্রকাশনা উৎসবে সংশ্লিষ্ট বইয়ের ওপরে আলোচনা করছি। মঞ্চে উপবিষ্ট সভার সভাপতি প্রয়াত অধ্যাপক তাহেরুল ইসলাম। সঙ্গে আছেন লেখকদ্বয় অধ্যাপক এ. আর. খান এবং প্রয়াত ড. মাহবুব হোসেন এবং সহ-আলোচক অধ্যাপক ওয়াহিদউদ্দীন মাহমুদ।

দ্বিতীয় ছবিতে দর্শক-শ্রোতাদের মধ্যে আছেন প্রথম সারিতে বাঁ দিক থেকে অধ্যাপক আইয়ুবুর রহমান ভূঁইয়া, অধ্যাপক বরকত-এ-খুদা, ড. সালেহ উদ্দীন আহমেদ ও অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ। 

দ্বিতীয় সারিতে বাঁ দিক থেকে অধ্যাপক এম. এম. আকাশ, প্রয়াত অধ্যাপক মুলকুতুর রহমান, অধ্যাপক হারুনুর রশীদ খান (বাঁ থেকে চতুর্থ), অধ্যাপক নজরুল ইসলাম (বাঁ দিক থেকে ষষ্ঠ)। তৃতীয় সারিতে বাঁ দিক থেক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। অন্য কাউকে আমি ঠিক চিনতে পারিনি- আমারই অক্ষমতা।

কে বলে ছবি কথা বলে না? এই তো কত জনকে ছবিতে দেখতে পাচ্ছি, যাঁরা তখন ছিলেন, আজ আর নেই। আসলে ছবিই তো ইতিহাস।

এনএস/