রাফায়েল নাদাল ও ক্যারোলিন ওজনিয়াকি ৩য় রাউন্ড নিশ্চিত করেছেন
প্রকাশিত : ১০:৫৬ এএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৭ এএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার
ফ্রেঞ্চ ওপেন টেনিসের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও ক্যারোলিন ওজনিয়াকি।
দ্বিতীয় রাউন্ডের খেলায় সারসরি সেটে জয় তোলে নেন নয়বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ডাচ প্রতিপক্ষ রবিন হাসেকে হারিয়েছেন তিনি। রবিন হাসের বিপক্ষে জয় পেয়েছেন ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে। ক্লে-কোর্টের রাজা নাদালের জয় পেতে সময় লেগেছে এক ঘন্টা ৫১ মিনিট। অন্যদিকে, নারী এককে কানাডিয়ান ফ্রাঙ্কোজ আবান্ডাকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে পৌছেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। আবান্ডার বিপক্ষে জয় পেয়েছেন ৬-০ ও ৬-০ গেমে। পরবর্তী রাউন্ডে সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ক্যারোলিনের প্রতিপক্ষ আমেরিকান সিসি বেলিস।