ফের প্রক্টরের আশ্বাসে স্থগিত রাবির আন্দোলন
রাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
পরীক্ষা শুরুর ব্যাপারে উপাচার্যের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবেন- প্রক্টরের এমন আশ্বাসে আবারও চলমান আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড় ১১টায় প্যারিস রোডে বিভিন্ন স্লোগানে আন্দোলনে নামেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা পরীক্ষার জন্য আটকে আছি, ২০ সালের পুরোটাই গেলো করোনায়। আর এ বছর পরীক্ষা চালু করে মাত্র দুটো পরীক্ষা নিয়েই আবার বন্ধ করে দিলো। এ রকম কেনও হবে। শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের দাবি মেনে নিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান রেখেছে, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হবো!’ এভাবেই স্থগিত হওয়া পরীক্ষা চলমান রাখার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা আক্ষেপ করে বলেন, ‘পরীক্ষাগুলো সম্পন্ন হলে আমরা জন্য চাকরির আবেদন করতে পারতাম, বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারতাম। তিন বছর ধরে পরীক্ষা আটকে আছে। আমরা চাই দ্রুত সময়ের মাঝে চলমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হোক।’
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীন দেশে কেন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়েও বৈষম্যের শিকার হব। আমাদেরকে বাঁচান। পরীক্ষাগুলো দিয়ে আমরা মুক্ত হতে চাই।’
এ সময় কর্মসূচিতে এসে তোপের মুখে পড়েন রাবি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক লুৎফর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রক্টর বলেন, ‘তোমরা জানো যে, দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আমরা সরকারের সিদ্ধান্ত অনুসারে চলমান পরীক্ষাগুলো স্থগিত করেছি। তোমরা যদি এই মানববন্ধন নাও করতে তাহলেও আমি তোমাদের পরীক্ষার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলতাম। তোমাদের সামনে থাকা পরীক্ষাগুলো নেয়ার ব্যাপারে আমি উপাচার্য স্যারের সাথে কথা বলব।’
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের এমন আশ্বাসে ৭২ ঘণ্টার আল্টিমেটাম আবারও স্থগিত করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য ,সারা দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর চলমান ও আসন্ন সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।
এআই/এনএস/