ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মাঠে স্ত্রীর ক্ষত-বিক্ষত মৃতদেহ, স্বামী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রী তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুস সালাম জীবননগর উপজেলার শিংনগর গ্রামের সফর সরদারদের ছেলে। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। 

এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উথলী সন্ন্যাসীতলা মাঠ থেকে তারজিনা খাতুনের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই হত্যা মামলা হয়। তদন্তের এক পর্যায়ে জানা যায়- হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের স্বামী জড়িত। 

পরে কয়েকটি টিমে ভাগ হয়ে আব্দুস সালামকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ এবং বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনএস/