ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ফটোসেশন অংশ শেষ করলেন বার্সেলোনার নতুন কোচ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০২:১১ পিএম, ১ জুন ২০১৭ বৃহস্পতিবার

নতুন চুক্তির অফিসিয়াল সাক্ষরের আগে ফটোসেশন অংশ শেষ করলেন বার্সেলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভারদো।
বার্সেলোনার নতুন ঘোষণা অনুযায়ী আগামী দুই বছরের জন্য কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই বার্সার ফরোয়ার্ড। আপাতত দুই বছরের জন্য চুক্তি হলেও বাড়ানোর সুযোগ রয়েছে। এর আগে, চার বছর কোচের দায়িত্ব পালন করেন অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে। আর বার্সার সাথে নতুন চুক্তির সপ্তাহ খানের আগে অ্যাথলেটিকো বিলবাওয়ের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আর্নেস্তো ভালভারদো। কাতালানদের সাবেক কোচ লুইস এনরিখ কাজ করেছেন ৩ বছর। তার অধীনে ২টি লিগ শিরোপা ও এবারের লিগে রানার্সআপ হয় বার্সা। এছাড়া, বিদায়ী মৌসুমে কোপা দেল রে’ রের শিরোপাও জিতে কাতালানরা।