ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার

চুয়াডাঙ্গায় স্বামীর পাষবিক নির্যাতনে স্ত্রীর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন স্বামী জাহান আলী। এ ঘটনায় গৃহবধূর শাশুড়িকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নুরজাহান খাতুন (৪২) দুই সন্তানের জননী। 

নিহতের মা রহিমন বেগম জানান, তার মেয়েকে প্রায়ই জামাই জাহান আলী ও তার শাশুড়ি নির্যাতন করত। নিহতের ভাই সুন্নত আলী জানান, ‘এর আগে একবার আমার বোনকে তালাক দিয়েছিল। দুই সন্তানের কথা ভেবে আবারও সংসার পাতিয়ে দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তবে জাহান আলী ছিল পাষন্ড। আমার বোনটাকে প্রতিদিন মারধর করত।’

হাউলী ইউপি মেম্বার (লোকনাথপুর এলাকা) মো. রিকাত আলী বলেন, ‘নির্যাতনে গুরুতর আহত হলে গতরাতে নুরজাহানকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ ভোররাত ৪টার দিকে মারা যান ওই গৃহবধূ। খবর পেয়ে সকালে দেখতে আসি।’

তিনি জানান, ‘নিহত গৃহবধূর শরীরের সমস্ত জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। মাথায় ও চোখে নির্মমভাবে আঘাত করা হয়েছে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এদিকে নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সিনিয়র সার্কেল এসপি (দামুড়হুদা-জীবননগর) মোহাম্মদ আবু রাসেল।   
এআই/ এসএ/