আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এর এজেন্ট ব্যাংকিং কনফারেন্স ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে ২৭ ফেব্রুয়ারি শনিবার সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহমেদ খান।
ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান এবং মুহাম্মদ নাদিম। এসময় ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেড এবং ৪২৫টি এজেন্ট আউটলেটের অপারেশন ম্যানেজার অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সেবাপ্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে আমরা ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করি। দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেআই//